Programming

প্রশ্ন-১ঃ আমি তো ওয়েব/এপ্প ডেভোলপমেন্ট করি, আমার কি প্রোগ্রামিং শেখার দরকার আছে ?
উত্তরঃ হ্যাঁ, অবশ্যই দরকার আছে । ধরো তোমাকে এমন একটি হিসাব বের করতে হবে, ১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ কি বার? এটা তো খুব সহজ একটা হিসাব, এর জন্য প্রোগ্রামিং এর কি দরকার। আচ্ছা, এটা কত সহজে বের করতে পারো সেটাই বড় বেপার। এই হিসাব টা অনেক সহজ, কিন্তু এররকম সহজ সহজ হিসাবে হয়তো প্রোগ্রামিং এর ব্যাবহার হবে না। প্রোগ্রামিং বিষয় টা হলো কিভাবে একটা প্রবেলেম সলভ করবো । তুমি যে সেক্টরেরই জব করো না কেনো তোমার প্রোগ্রামিং লাগবেই ।।


প্রশ্ন-২ঃ এই এসিএম প্রগ্রামিং করে কি লাভ? তার চেয়ে এন্ড্রয়েড এপ্প/ওয়েব ডেভলপমেন্ট শিখলে ভালো হবে না?
উত্তরঃ দেখো, কিছু কিছু সময় syntax শিখলেই PHP, Java, Asp.net দিয়ে কাজ করতে পারবা, তবে ওটা দিয়ে কাজ করতে গেলেও বড় কোন প্রবেলেম সলভ করতে তোমার প্রবেলেম সলভিং স্কিল লাগবেই, তাই ইউনিভার্সিটির ছাত্র/ছাত্রী থাকা অবস্থায়ই প্রবেলেম সলভিং স্কিল বাড়াতে হবে । জবে গেলে আর সময় হবে না, এখুনি সময়। আর দেরি করো না ।

প্রশ্ন-৩ঃ প্রোগ্রামিং করতে কোন ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করবো ? 
উত্তরঃ তুমি সি পারো তাহলে সি দিয়ে করো, সি++ পারো, তাহলে তুমি সেটা দিয়েই করো। তুমি যে ল্যাঙ্গুয়েজ পারো, তাই দিয়েই প্রবেলেম সলভিং স্কিল বাড়াও ।

প্রশ্ন-৪ঃ আমি তো ফাইনাল ইয়ারে, আমি এতদিন তো শুরু করি নাই, এখন কি শুরু করবো? 
উত্তরঃ কেন নয়? তুমি যা শিখবে তাই পর্বতিতে তোমার কাজে লাগবে । আজ থেকে যদি একটি প্রবেলেম সলভ করার স্কিল বাড়ে সেটাই বা খারাপ কি? তাই আর দেরি না করে নিয়মিত এসিএম প্রগ্রামিং শুরু করা উচিত।

No comments:

Post a Comment