হযরত আ’মাশ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হযরত মুসলিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি মাসরুক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এর সঙ্গে ইয়াসার ইবনে নুমাইরের ঘরে ছিলাম, তিনি তাঁর ঘরের মধ্যে প্রাণীর ছবি দেখতে পেলেন, অতঃপর বললেন, আমি হযরত আব্দুল্লাহর নিকট শুনেছি, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয় মানুষের মধ্যে ঐ ব্যক্তিকে আল্লাহ্ পাক কঠিন শাস্তি দেবেন, যে ব্যক্তি প্রাণীর ছবি তোলে বা আঁকে।”
কেয়ামতের দিন
(বুখারী শরীফ ২য় জিঃ, পৃঃ৮৮০)
Md. Rasheduzzaman
Student of Stamford University Bangladesh
Sunday, November 8, 2015
যারা প্রাণির ছবি তোলে,অাঁকে, রাখে কেয়ামতের দিন তাদের কঠিন শাস্তি হবে
আমাদের বিকৃত মস্তিষ্কও যে দিন দিন বিকৃত হয়ে যাচ্ছে এগুলোই তার প্রমান
আমাদের বিকৃত মস্তিষ্কও |
৩ দিন আগে এক ছেলে নিজের
বাবার লাশ কাঁধে নিয়ে কবরের দিকে যাচ্ছে। সেই ছবি ফেসবুকে আপলোড দিয়েছে।
.....ক্যাপশন- "আমি এবং আমার কাঁধে বাবার লাশ, কবরের দিকে যাচ্ছি। সবাই দোয়া
করবেন"
.এক মেয়ে রিক্সায় বসে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছে।ক্যাপশনে
ফটো ক্রেডিট হিসেবে লিখেছে- "প্রতিবন্ধী"!
Subscribe to:
Posts (Atom)